ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশে সব ধরনের নির্বাচন স্থগিত

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বুধবার চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণ হবে কি না তা জানতে বৃহস্পতিবার বৈঠকে বসে ইসি।

দেশের স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ও ১১ পৌরসভায় ১১ এপ্রিলের ভোটগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল।

একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বৃহস্পতিবার রেকর্ড করে। ২৮ হাজার ১৯৮ নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫৯ রোগী; যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ads

Our Facebook Page